নিজস্ব প্রতিবেদক:
নগরের ইপিজেড এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. সাদেক (৫০)ও হালিম তালুকদার (৪২) নামে দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সিমেন্ট ক্রসিং তাদের আটক করা হয়।
আটক সাদেক হলেন দক্ষিণ হালিশহর এলাকার মৃত জানে আলমের ছেলে ও হালিম ঝালকাটির কাঁটালিয়া থানার বড়বানাই এলাকার মশিউর রহমান তালুকদারের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় একটি ফ্ল্যাটে গাঁজা কেনা-বেচার উদ্দেশে মজুত করেছে এরকম খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় ওই বাসায় তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। আটক আসামিদের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি