বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারও অবৈধভাবে অনুপ্রবেশ করছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ২৯ জন (বিজিপি) সদস্য।
সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া।
বিজিবি ও স্থানীয়রা জানান, মায়ানমারের ঢেকু বুনিয়ার অভ্যন্তরে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সংঘর্ষে টিকতে না পেরে বিজিপির ২৯ সদস্য সকালে বাংলাদেশের সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেয়া হয়।
বর্তমানে ২৯ বিজিপি সদস্যকে সীমান্তের ৪৫ নং পিলারের কাছে নুরুল আলমের চা বাগান এলাকায় রাখা হয়েছে। এ ঘটনায় বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ানের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তবে আশ্রয় দেয়া বিজিপি সদস্যদের কোথায় নিয়ে যাওয়া হবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য এর আগে বান্দরবানের তুমব্রু ও ঘুনধুম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে ১০১ জন বিজিপি সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছিল। পরে তাদের মায়ানমারে ফেরত পাঠানো হয়।
সিএসপি/বিআরসি