Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:

বাজেট অধিবেশন ৫ জুন শুরু

সিএসপি ডেস্ক:

আগামী ৫ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের-১- দফার ক্ষমতাবলে এ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৫ জুন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এইটিই তাঁর প্রথম বাজেট।

এবারের অধিবেশন বাজেট অধিবেশন হওয়ায় দীর্ঘ সময় হবে বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলতি মাসের ২ তারিখ হতে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাস হয়।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ