সিএসপি ডেস্ক:
চলতি অর্থ বছরে নতুন কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী।
রোববার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল-কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে শেষ হচ্ছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের আর এক মাসেরও কম সময় রয়েছে। এই স্বল্পসময়ে নতুন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। এ সময় দেশে ৪৬১৩টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এমপি মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ-ভাতা প্রাপ্তিতে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে। মূলত এ খাতে পর্যাপ্ত অর্থসংস্থান না থাকায় বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সমস্যা সমাধানে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।
সিএসপি/বিআরসি