Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন

চিকিৎসক‌দের গবেষণা কার্যক্রমে গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিএসপি ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদেরকে এখন থেকেই গবেষণা কাজের ওপর গুরুত্বারোপ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, চেম্বা‌রের মাধ্যমে শুধু অর্থ উপার্জনের মানসিকতাকে প‌রিহার ক‌রে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় আরও সময় দিতে হবে।

সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ’ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের বিশেষ গবেষণার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আ‌য়োজন ক‌রেন।

শেখ হাসিনা শ্রোতাদের মধ্যে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের বিষয়ে জানতে চান। তিনি বলেন, ‘এটি ঠিক যে, এখানে চিকিৎসকরাও আছেন, আমি সরাসরি তাদের জিজ্ঞাসা করছি।’

কারণ দেশের মানুষকে সুস্থ, সবল ও মেধাবী হতে হবে। তাদের মেধা বিকশিত করার সুযোগ দিতে হবে। এজন্য গবেষণা অপরিহার্য।’

গ‌বেষণায় পি‌ছি‌য়ে আছে উল্লেখ ক‌রে শেখ হা‌সিনা বলেন, আমরা একটি সেক্টরে পিছিয়ে আছি। আর সেটি হলো চিকিৎসা বিজ্ঞানের গবেষণা। চিকিৎসকরা প্র্যাকটিস করে অর্থ উপার্জনে নিয়োজিত থাকেন এবং তারা গবেষণার কাজে আগ্রহী না।

স্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় যারা সম্পৃক্ত হবেন, তাদের সরকার বিশেষ প্রণোদনা প্যাকেজ দেবে জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী ব‌লেন, আমি আবারও অনুরোধ করবো সরকারি চাকরিতে নিয়োজিত চিকিৎসকদের, প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণা কাজে আরও বেশি সময় দিন। গবেষণা কাজকে উৎসাহিত করতে যা যা করা দরকার সরকার তাই করবে ব‌লেও জানান সরকারপ্রধান। প্রধানমন্ত্রী কৃষি খাতে গবেষণার ফলাফলের কথা উল্লেখ করে বলেন, দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

তিনি বলেন, গবেষণা উন্নয়নের দ্বার উন্মোচন করে। আমাদের বিজ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কিত গবেষণার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সিএসপি/বিআরসি

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ