নিজস্ব প্রতিবেদক:
নগরের একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নগরের তিনি মৃত্যুবরণ করেন।
শহীদের মৃত্যুতে রাজনৈতিক সহযোদ্ধাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শহীদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার দুই সন্তান রয়েছে।
শহীদুল আলম দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এরপর নগরের পাঁচলাইশে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালেচিকিৎসাধীন ছিলেন। সেখাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদের প্রথম নামাজে জানাজা আজ রাত ১০টায় লালদীঘি মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল (বুধবার) সকাল ১১টায় বাঁশখালীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে, শহীদের মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম শোক জানিয়েছেন।
সিএসপি/বিআরসি