বিনোদন ডেস্ক:
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে বিশ্ব নাট্য দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ২৭ মার্চ দিবসটি পালন করা হয়। নাট্যদিবসের বাণী পাঠ করেন নাট্যজন জোবায়দুর রশীদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য মো. মোসলেম উদ্দিন সিকদার লিটনের সভাপতিত্বে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় কথামালায় শুভেচ্ছা জ্ঞাপন করেন নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, অধ্যাপক সনজীব বড়ুয়া, অলক ঘোষ পিন্টু, মুহাম্মদ শাহ আলম, শুভ্রা বিশ্বাস, শামসুল কবির লিটন, মঈন উদ্দিন কোহেল, শেখ শওকত ইকবাল, দীপক চৌধুরী, কঙ্কন দাশ, শাহীন চৌধুরী, তাপস শেখর, সুচরিত চৌধুরী টিংকু, রূপেশ কান্তি দে, মো. আলী টিটু, বিবিরণ বড়ুয়া, জয় প্রকাশ, মো. আলী টিটু, জাহাঙ্গীর কবির, শামসুল কবির লিটন, খালিদ হেলাল, শামীম আহমেদ, শহিদুল করিম নিন্টু প্রমুখ।
কথামালায় বক্তরা বলেন, নাটক একদিকে যেমন আমাদের শিল্পবোধ প্রকাশের মাধ্যম তেমনি অন্যদিকে প্রতিবাদেরও ভাষা। নাট্যকর্মীরা কোন রকম প্রাপ্তি ব্যতিরেকে আনন্দের সাথে নাট্য চর্চায় যুক্ত থেকেও সামাজিক দায়বদ্ধতা পালন করে যাচ্ছে। বিশ্ব নাট্য দিবসের এই দিনে শপথ হোক সকল প্রকার বাঁধা বিপত্তি পেরিয়ে সাহস ও ন্যায়ের সাথে নাট্যকর্মীরা নাট্য চর্চায় আরো এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।