Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

মাহমুদ কলিকে এনে ভেলকি দেখালেন নিপুণ

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেলে মাহমুদ কলিকে এনে ভেলকি দেখালেন নিপুণ।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে মাহমুদ কলিকে নিয়ে আসেন তিনি। এসময় এফডিসিতে সংবাদ সম্মেলন করে সভাপতি পদে একসময়ের নায়ক মাহমুদ কলির নাম ঘোষণা করা হয়।

নিপুণ বলেন, ‘অনেকের ধারণার বাইরে ছিল যে মাহমুদ কলি সাহেব সভাপতি পদে আসবেন। আমি এ জায়গাটায় অভিজ্ঞ মানুষকে চেয়েছি। যারা এর আগে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তারাই আসুক এখানে। সেই দিক থেকে মাহমুদ কলি ভাই খুবই অভিজ্ঞ। এর আগে দুবার সভাপতি, দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তার জন্য এ জায়গাটা থেকে কাজ করা অনেক সহজ হবে। আমরা শিল্পীরা তাকে পেয়ে আনন্দিত।’

এই অভিনেত্রীর ভাষ্য, ‘সবাই এখন সিনেমার সোনালি অতীতের কথা বলেন। আমরা মাহমুদ কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই।’

সভাপতি প্রার্থী মাহমুদ কলি বলেন, ‘আমি একটা সময় সবাইকে সঙ্গে নিয়ে এখানে কাজ করেছি। আমি এখন আর সিনেমা করব না, এখানে শুধুই শিল্পীদের জন্যই কাজ করতে আসা। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে নির্বাচিত করুন, শিল্পীদের জন্য, সিনেমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ