Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

বলিউড সুপারস্টার হৃতিক রোশন হলিউডে!

বলিউড, সুপারস্টার, হৃতিক রোশন, হলিউড

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ২৫ বছরের অভিনয় জীবনের উদযাপন করেছেন। এবার ‘কৃষ ৪’-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে এই অভিনেতার।

ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার গুরুদায়িত্ব সামলাবেন তিনি। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ ছবি। কিন্তু এর মধ্যেই বলিউডের অন্দরে চর্চা শুরু হয়েছে যে, এবার নাকি হলিউডে পাড়ি দেবেন হৃতিক।

হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করার গুঞ্জন ভাসছে টিনসেল টাউনে। আসলে এক সাক্ষাৎকারে নোলানের সঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করেছিলেন হৃতিক।

আটলান্টায় এক অনুষ্ঠানে তিনি জানান, ভবিষ্যতে তিনি হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করতে চান।

হৃতিক বলেন, “আমার প্রথম স্বপ্ন ছিল বাবা রাকেশ রোশনের সঙ্গে কাজ করা, সেটা ‘কহো না… প্যায়ার হ্যায়’ ছবিতেই পূরণ হয়েছে। এখন আমি নোলানের সঙ্গে কাজ করতে চাই। উনি আমার সবচেয়ে পছন্দের পরিচালকদের একজন।”

তার কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এবার কি তবে সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে হৃতিকের?

ক্রিস্টোফার নোলান ‘মেমেন্টো’, ‘ইনসেপশন’, ‘দ্য ডার্ক নাইট’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’–এর মতো সিনেমা তৈরি করেছেন। তার ‘ওপেনহাইমার’ ২০২৪ সালের অস্কারে সেরা ছবি ও সেরা পরিচালকসহ একাধিক পুরস্কার পেয়েছে। আগেও শোনা গিয়েছিল, হৃতিক হলিউডে কাজ করতে পারেন।

২০২০ সালে তিনি আমেরিকার গ্রেস নামের একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করেন। তখন একটা থ্রিলার ছবিতে তার অভিনয়ের গুঞ্জন উঠেছিল, তবে পরে আর নতুন কোনও খবর আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ