বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন।
রোববার (২৪ মার্চ) সকাল ১১ টায় পূজার মা নিজ বাসায় মারা গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের একটি ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, এভাবে আমাকে একা করে দিলা মামনি? এটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামনি?
এ ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বিষয়টি জানিয়ে বলেন, রোববার (২৪ মার্চ) সকাল ১১ টায় পূজার মা নিজ বাসায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়াও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পূজার সারাক্ষণের সঙ্গী ছিলেন মা ঝর্ণা রায়। সেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী।
জানা গেছে, পূজা তার মায়ের মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্য রওনা দিয়েছেন। সেখানেই তার দেহ সৎকার করা হবে। পুজা তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সিএসপি/বিআরসি