Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

নিজের গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী কাজল

গোপন,ফাঁস, অভিনেত্রী, কাজল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল। কাজল কেন তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা।

কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং দাদা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন।

এদিকে তার পিতামহ শশধর মুখার্জি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাই নিদ্বিধায় বলা যায়, সিনেমাজগতেরই মেয়ে অভিনেত্রী কাজল।

এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কাজল।

যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷ অভিনেত্রী কখনই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন তার পদবি ব্যবহার করেন না, সে কথাই জানালেন কাজল।

তার নামের সঙ্গে পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাজল বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন।

অভিনেত্রী বলেন, যখন তিনি বলিউডে পা রেখেছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন।

অভিনেত্রী বলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না। তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন— এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি অনুভব করেছি যে, আমি কারোর পক্ষ নিতে চাইনি।

তিনি বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম, যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার ওপর এত চাপ থাকবে না।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ