Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা

বিনোদন ডেস্ক:

এক সময়ের ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা কন্যা সন্তানের মা হয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

গীতিকার বকুল মঙ্গলবার (১৯ মার্চ) বিষয়টি ফেসবুকে লিজার একটি ছবি পোস্ট করে লিখেছেন, কন্যা সন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা।

তিনি আরও জানান, সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন তিনি।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ