Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রান গেল আপন ভাই-বোনের!

লোহাগাড়া প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

 

৪এপ্রিল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুখছড়ি শাইরা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহতেরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ নতুন পাড়ার প্রবাসী মোঃ পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম(৮) ও পুত্র তানজিমুল ইসলাম রাফি(৭)। তারা দুজনে কামার দিঘীর পাড়স্থ নূরানী মাদ্রাসায় অধ্যায়রত ছিল।

 

জানা গেছে,উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ নতুন পাড়া নিজ বাড়ি থেকে গত ২এপ্রিল তাদের মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসেছিল ভাই-বোন । বেলা ১২টার দিকে তারা দুজন পুকুরে নেমে আর ফিরে আসে না। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

 

 

নিহতদের চাচী উম্মে ছালমা জানান, তানজুম ও রাফি গত বুধবার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। নানার বাড়িতে পুকুরে ডুবে মারা যায়। পরে তাদের দুজনকে গ্রামের বাড়িতে নিয়ে আসে।

 

 

তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ফেসবুক পেইজ