Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

দক্ষিণী অভিনেত্রীদের আসল বয়স কত?

আনুষ্কা, সামান্থা, দক্ষিণী, অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তাঁদের মধ্যে কেউ পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা, কারও আবার অক্ষিপল্লবে মুগ্ধ দর্শক। আবার কারও শরীরী হিল্লোলে ঢেউ ওঠে অনুরাগীদের মনে।

এই অভিনেত্রীরা কেবল দক্ষিণী ছবিতেই নয়, বলিউডেও নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলছেন ক্রমশ। অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী অনুরাগীরা। এবার দক্ষিণের পাঁচ অভিনেত্রীর আসল বয়স প্রকাশ্যে।

আনুষ্কা শেঠি
‘বাহুবলী’ খ্যাত আনুষ্কা শেঠির অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। তাঁর সৌন্দর্যে কুপোকাত অনেকেই। আনুষ্কার ভান্ডারে রয়েছে অসংখ্য সফল ছবি। অভিনেত্রীর জন্ম ১৯৮১ সালের ৭ নভেম্বরে। অর্থাৎ আনুষ্কার বয়স এখন ৪৩।

সামান্থা রুথ প্রভু
দক্ষিণী বিনোদন দুনিয়ার অন্যতম অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ ছবিতে ‘উ আন্তাভা’ গানে তাঁর লাস্যময়ী নাচ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। আবার ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীর চরিত্রে তিনি। ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। ১৯৮৭ সালে ২৮ এপ্রিল জন্মেছিলেন অভিনেত্রী। সামান্থার বয়স এখন ৩৭।

রাশমিকা মান্দানা
পর পর বক্স অফিস কাঁপানো ছবি তাঁর ঝুলিতে। পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা। রাশমিকা মান্দানার হাসিতে ঘায়েল অনুরাগীরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বয়স কম হলেও বিনোদন দুনিয়ায় নিজের পাকাপাকি জায়গা করে ফেলেছেন অভিনেত্রী। ১৯৯৬ সালে ৫ নভেম্বরে জন্ম রাশমিকার। তাঁর বর্তমান বয়স ২৮। এই মুহূর্তে ‘সিকান্দার’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি।

তামান্না ভাটিয়া
‘স্ত্রী ২’ ছবিতে তাঁর উপস্থিতি স্বল্পমেয়াদি। কিন্তু ‘আজ কি রাত’ গানে তাঁর লাস্যে মোহিত হয়েছেন অনুরাগীরা। সদ্য বিচ্ছেদ হয়েছে তামান্না ভাটিয়ার। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা অনুরাগীমহলে। বর্তমানে তামান্নার বয়স ৩৫। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বরে জন্মেছিলেন তিনি।

কীর্তি সুরেশ
‘মহানতি’ ছবির জন্য প্রশংসা কুড়িয়েছেন কীর্তি সুরেশ। বলিউডেও সফর শুরু করেছেন অভিনেত্রী। ১৯৯২ সালের ১৭ অক্টোবর জন্ম অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর বয়স ৩২।

তৃষা কৃষ্ণন
তামিল, তেলুগু ছবির দুনিয়ায় গুরুত্বপূর্ণ নাম তৃষা কৃষ্ণন। অভিনয় দক্ষতা বার বার প্রমাণ করেছেন তিনি। ৪১ বছর বয়সি অভিনেত্রী জন্মেছিলেন ১৯৮৩ সালের ৪ মে।

নয়নতারা
দক্ষিণের চলচ্চিত্র জগতে ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর অক্ষিপল্লবেও মুগ্ধ দর্শক। অভিনেত্রী নয়নতারা ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মেছিলেন। বয়স এই মুহূর্তে ৪০।

প্রবাদ রয়েছে, মহিলাদের বয়স প্রকাশ্যে আনতে নেই। তবে সেই সব ছুৎমার্গ অতিক্রম করে ফেলেছেন এই নায়িকারা। নায়কদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাফল্য বাড়ে। কিন্তু একটা সময় মনে করা হত, ৩০ পেরোলেই অভিনেত্রীদের সুযোগ কমতে থাকে।

উপরে উল্লিখিত অভিনেত্রীদের প্রায় অধিকাংশই ত্রিশোর্ধ্ব। তাই সেই পুরনো ধারণা ভেঙে যে বিনোদন জগতে মহিলারাও এগিয়ে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ