সিএসপি ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) রাত তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানান।
এর আগে, শনিবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তার মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসা ফিরোজায় গিয়ে স্বাস্থ্যের পরীক্ষা–নিরীক্ষা করেন। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে রাতেই তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়।
এরপর রাত ২টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেয় খালেদা জিয়ার বহকারী গাড়ি। রাত ৩টা ২০ মিনিটে হাসপাতে পৌঁছে তার গাড়ির বহর। হাসপাতালে নেয়ার পরপরই তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সিএসপি/বিআরসি