ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃতরা হলেন-আব্দুল জব্বার, মো. অলিউল্লাহ, মো. খোকন ও আব্দুল মতিন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড মতি ভান্ডারের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
জানা যায়, স্থানীয় কাউন্সিলর ও জনগণের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে তাৎক্ষণিকভাবে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এ ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন সিএসপি নিউজকে বলেন, চারজনকে হালদা থেকে বালু উত্তোলনের দায়ে ১০দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএসপি/বিআরসি