হাটহাজারী প্রতিনিধি:
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অতি বিপন্ন প্রজাতির ৭ ফুট লম্বা একটি ডলফিন (শুশুক) মারা গেছে। ডলফিনটি ওজন প্রায় ৮৯ কেজি।
মঙ্গলবার (২৫ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরীয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল মৃত ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে বলা যায়, এটির শরীরে আঘাতের চিহ্ন নেই। দৈর্ঘ্য আর ওজনে এটি আমার চেয়েও বড়। গত দেড় বছর হালদার কোনও ডলফিন মারা যাওয়ার ঘটনা আমাদের নজরে আসেনি। তবে বয়স বেশি হওয়ায় ডলফিনটি মারা যেতে পারে।
তিনি বলেন, রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পাশাপাশি ডলফিনসহ হালদার জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
সিএসপি/বিআরসি