সিএসপি ডেস্ক:
চার দিনের সফরে ২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১১ বছর পরে আবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন তিনি।
রাজা জিগমে খেসার সাভার স্বৃতিসৌধ ও বঙ্গবভনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে অংশগ্রহণসহ এই সফরে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন করার কথা রয়েছে।
উল্লেখ্য, জানুয়ারিতে নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি হবেন বিদেশ থেকে আসা প্রথম অতিথি। মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে ভুটান।
সিএসপি/বিআরসি