Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সেন্টমার্টিন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে: কাদের

সিএসপি ডেস্ক:

সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে এ তিনি দাবি করেন।

এ সময় কাদের বলেন, ‘মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন, কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে। আমি মির্জা ফখরুলের বক্তব্যের আগেই আমাদের বক্তব্য দিয়েছি। সরকার নির্বিকার নয়। আমি আগেই বলেছি, আক্রান্ত হলে আমরা পাল্টা জবাব দেবো।’

সেন্টমার্টিনের খাদ্যবাহী যান চলাচল নিয়মিত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা গায়ে পড়ে কারো সঙ্গে ঝগড়া করতে চাই না। মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে চাই যে, এখানে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো কেন? সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করতে পারবো।’

মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনও ইচ্ছে নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গারা যখন আগে এসেছিলো, তখন ওই পাশ থেকে কিছুটা উসকানি ছিল কিন্তু তাতে আমরা পা দেই নাই। আজকেও আমাদের গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনও ইচ্ছে নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা।’

সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি গুজব ছড়াচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে, এসব বলে আসলে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকতে রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার। রোহিঙ্গাদের জঙ্গি কাজে তারাই ব্যবহার করছে। আমাদের নেত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে মানবিক কারণে। তারা সত্যিই আজকে আমাদের জন্য বোঝার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত রয়েছে। আমরা নতজানু আচরণ কোনও অবস্থাতেই করিনি। ভবিষ্যতেও করব না।

তিনি আরও বলেন, কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, পরে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। তখনো বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না বুঝে না শুনে অহেতুক হাস্যকরের মতো মন্তব্য করতে। এখনও সেই একই কাজ তারা করছে।

 

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে জানিয়ে কাদের বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা সতর্ক রয়েছে।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ