Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:

সাইবার নিরাপত্তায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে ফ্রান্স

সিএসপি ডেস্ক:

বাংলাদেশের সাইবার নিরাপত্তায় কারিগরি সহায়তা করবে ফ্রান্স সরকার। এ বিষয়ে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসবে ফ্রান্সের কারিগরি দল।

সোমবার (২৪ জুন) সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই এর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বের সহযোগিতা নিয়ে ফ্রান্স সবসময় বাংলাদেশের পাশে আছে। যে ধরনের সহায়তা প্রয়োজন ফ্রান্স তা করবে।

পরে জুনাইদ আহমেদ পলক বলেন, এখন দেশে ফোর জি নেটওয়ার্ক চলছে, তবে তা খুবই দুর্বল। কেন নেটওয়ার্ক দুর্বল সে বিষয়ে মোবাইল কোম্পানি এবং বিটিআরসির কাছে জানতে চাওয়া হয়েছে। এটা নিয়ে শিগগিরই তাদের সঙ্গে বৈঠকে বসবো আমরা।

এ সময় স্মার্ট স্যাটেলাইট গড়তে ভারত বাংলাদেশকে কারিগরি এবং আর্থিক সহায়তা করবে বলে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান পলক।

তিনি বলেন, স্মার্ট স্যাটেলাইট তৈরিতে বাংলাদেশের ৫০ জন তরুণকে প্রশিক্ষণ দিবে ভারত সরকার। এখানে ভারত ৫০ কোটি টাকা ঋণ সহায়তা করবে বলে জানান তিনি।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ