রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নব নিযুক্ত জেলা প্রশাসকের কাছে চট্টগ্রাম মহানগর জামায়াতে আমীরের সৌজন্য সাক্ষাৎ এবারের ১৯ দিনব্যাপী ৫৪তম সীরত মাহফিলের বাজেট সোয়া পাঁচ কোটি টাকা লোহাগাড়ায় নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত দু` আসামী গ্রেফতার লোহাগাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিনজন আটক,ডাকাতির সরঞ্জামাদি জব্দ বার আউলিয়া ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে নাঃ নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন,থানা প্রশাসনের মতবিনিময় সভা বিএনপির নেতাকর্মীরা লোহাগাড়াকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবেঃ নাজমুল মোস্তফা আমিন বিষাপ্ত সাপের কামড়ে পদুয়ায় কিশোরের মৃত্যু দুটি সড়কের ভাঙন পরিদর্শনে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন

সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে, তা শেখ হাসিনা টের পাচ্ছেন: রিজভী

সিএসপি ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বাড়ছে, এটা শেখ হাসিনা টের পাচ্ছেন। এ কারণে ছোট কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করছেন। কারণ, উনি ভালো করেই জানেন ৪টি লেবুর দাম ৮০ টাকা।

শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন ইসলামের মুক্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শেখ হাসিনা জানেন—মানুষ কতটা ক্ষুব্ধ তার বিরুদ্ধে। মানুষের দ্রোহের আগুন জ্বলছে, শেখ হাসিনা এটা ভালো করেই বুঝতে পারছেন। প্রত্যেকটি জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। তাদের খেজুর কিনতে অসুবিধা হয় না। তারা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়িতে বসে আছেন।

পাশের দেশকে খুশি করার জন্য সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারও হরণ করেছে সরকার—অভিযোগ করে রিজভী বলেন, আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন, হঠাৎ মনে পড়লো যে কেন ইফতার করা যাবে না? এটা সিয়াম সাধনার মাস, একটা উৎসবের বিষয়ও আছে। বন্ধুবান্ধব সবাই মিলে ইফতার করতে চায়।

তিনি বলেন, নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ভোটার শূন্য নিবার্চন করেছে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ