শিল্প খাতে গ্যাসের নতুন মূল্যহার ঘোষণা করা হবে আজ রোববার (১৪ এপ্রিল)। এদিন নতুন শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের বাড়তি দর চেয়ে পেট্রোবাংলার করা আবেদনের বিষয়ে আদেশ দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই নতুন দর ঘোষণা করবে।
বিইআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা করে পরিশোধ করছেন। এই হার বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য অপরিবর্তিত থাকতে পারে।
তবে নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে দাম ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পেট্রোবাংলা শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে বিদ্যমান গ্রাহকদের জন্য বর্তমান দর (যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন এবং প্রতিশ্রুত গ্রাহকদের জন্য বাড়তি দরের প্রস্তাব করেছে।
প্রস্তাবে প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক গ্যাস বর্তমান দরে এবং বাকি অর্ধেক ৭৫ দশমিক ৭২ টাকা হারে দেওয়ার কথা বলা হয়েছে। নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের ক্ষেত্রেও একই হার প্রস্তাব করা হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলা দাবি করে, গ্যাসের দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা লোকসান হবে।
তবে ব্যবসায়ী নেতারা শুনানিতে এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, বিদ্যমান ও নতুন শিল্পে আলাদা দাম নির্ধারণ করলে অসম প্রতিযোগিতা তৈরি হবে এবং তা শিল্প খাতের জন্য ক্ষতিকর হবে।