সিএসপি ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরিভাবে বুধবার (২৭ মার্চ) রাতেই হাসপাতালে নেয়ার কথা থাকলেও হাসপাতালে না নিয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ মার্চ) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, মেডিকেল বোর্ড মনে করে, ম্যাডামকে সার্বক্ষণিক পর্যাবেক্ষণে রাখা প্রয়োজন। আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোনও কারণে প্রয়োজন হয় তাকে হাসপাতালে নেয়া হবে। তবে এখন সুস্থতাবোধ করছেন বলে তিনি জানান।
সিএসপি/বিআরসি