মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ের বড়তাকিয়া ঝর্ণা রোডে লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে শিক্ষার্থীসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুরে ১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসের পাশাপাশি লরিও সড়কের পাশে পড়ে উল্টে যায়।
আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে কয়েকজন নিজামপুর সরকারী কলেজের শিক্ষার্থী রয়েছে। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতেদর উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খৈয়াছড়া র্ঝণা রাস্তার মুখে যাত্রী নেয়ার জন্য সড়কে অবস্থান করছিলো। এসময় বাসের পেছনে লরির ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। একইসঙ্গে লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে কলেজের ছাত্রছাত্রী ছিলো। তাদের উদ্ধার করে হাসপতালে নিয়েছে স্থানীরা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।
সিএসপি/বিআরসি