সিএসপি ডেস্ক:
তাসকিনকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ মে ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ঘোষণা করলেন দলের সদস্যদের নাম।
জানা যায়, বাংলাদেশ দলে নেই বড় কোনও চমক।চোটের কারণে কিছুটা শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে। তবে বিশ্বকাপের আগে ১৮ মাস পর জিম্বাবুয়ে সিরিজে ফেরা আলোচিত পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনের জায়গা হয়নি শেষ পর্যন্ত।
বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় টিকে গেছেন স্পিনার তানভির ইসলাম। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে শেষ দুই ম্যাচে বাদ পড়া লিটন কুমার দাস অবশ্য টিকে গেছেন আরেক দফা। অভিজ্ঞতার কারণেই তার ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।
রিজার্ভ হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আরও দুজন খেলোয়াড় নেয়া হবে। যদিও সেই দুজনের নাম এখন ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ স্কোয়াডঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহঅধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তানভির ইসলাম, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ট্রাভেলিং রিজার্ভঃ হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
সিএসপি/বিআরসি