সিএসপি ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং উদ্বোধনী খাম ও একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
এই ডাকটিকিট ও উদ্বোধনী খাম ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরবর্তীতে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।
এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ভোর ৫টা ৫৬ মিনিটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিএসপি/বিআরসি