সিএসপি ডেস্ক:
বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস আর রক্তপাত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১০ মে) বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সমাবেশের নামে আবারও দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বিএনপি। অনেকে বলেন, পাল্টাপাল্টি সমাবেশ করছি। আজকে কিন্তু আমরা কোনও সমাবেশ করিনি। সমাবেশ আমরা করবো, কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দেই তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যাও হতে পারে। এ কারণে আমাদের থাকতে হয়।
তিনি বলেন, বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না, এই ভয় থেকে তারা নির্বাচন বয়কট করে।
সিএসপি/বিআরসি