Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

বাবার হত্যাকারীদের ফাঁসি দেখতে চান মেয়ে ডোরিন

সিএসপি ডেস্ক:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকারীদের ফাঁসির দাবি করেছেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন।

তিনি বলেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। কারা (হত্যা) করেছে, কেন করেছে-এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই।’

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

উল্লেখ, গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ।  চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

‘বাবাকে হারিয়ে আমি আজ এতিম হয়ে গেছি’ উল্লেখ করে ডোরিন বলেন, ‘আমার পড়াশোনাও এখনও শেষ হয়নি, এখনও মাঝপথে।… আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় ভর্তি করিয়েছেন। সামনে রেজাল্ট দেবে। যাওয়ার আগে আমার বাবা বলে গেছেন, আমি ইন্ডিয়া থেকে এসে কিন্তু তোমার রেজাল্ট চেক করবো। কোনও কথাই তিনি রাখতে পারেননি।’

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ