বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেন পরিস্কার করতে গিয়ে পাহাড় ধসে মো. আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর স্থানীয় বাসিন্দার মৃত আলী মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় পাহাড়ের ঢালুতে খেতের জমিতে কাজ করতে যান নিহত কৃষক আবু বক্কর।
পাহাড়ের ঢালের পাশে জমির ড্রেনে কাজ করার সময়ে হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান সিএসপি নিউজকে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সিএসপি/বিআরসি