সিএসপি ডেস্কঃ
বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী এ সময় বলেন, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসছে। এগুলো এলে দাম আরও কমে যাবে। এক প্রশ্নের জবাবে দেশের মানুষ ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতি কি ভালো অবস্থায় আছে? মানুষ কি ভালো আছে? এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করুন। আমি তো মনে করি ভালো আছে।
তিনি আরও বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।
সিএসপি/বিআরসি