বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীর বাহারচড়া ইউনিয়নে পুকুরে ডুবে মো. আবরার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আইডিয়াল কিন্ডার গার্ডেনের নার্সারির ছাত্র।
নিহত মো. আবরার পশ্চিম চাঁপাছড়ি ছমদ চৌধুরী বাড়ির ওমান প্রবাসী নুরুল আবছারের ছেলে।
সোমবার (২০ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশু আবরার বাড়ির পাশে পুকুরে সবার অগোচরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখে। পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সিএসপি/বিআরসি