সিএসপি ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসি ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিদেশ সফরে থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা নির্বাচন ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিইএ বা স্মার্টকার্ড প্রকল্প দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সিএসপি/বিআরসি