সিএসপি ডেস্ক:
বঙ্গবন্ধুর জন্য আমরা আজ স্বাধীন একটি জাতি। তার অবদান আমাদের সকলকে স্বীকার করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।
রোববার (১৭ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-১ এ আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি। যে কোনও দুর্ঘটনায় প্যানিক (ভীতি-উদ্বেগ) না করে সচেতনতা অবলম্বন করারও আহ্বান জানান তিনি।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ-এর আয়োজনে দুপুর ১২টায় রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিএসপি/বিআরসি