সিএসপি ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শিক নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
শুক্রবার (২২ মার্চ) চট্টগ্রাম মহানগরে অবস্থিত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম থেকে সকলকে শিক্ষা নিয়ে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগের প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিএসপি/বিআরসি