Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন: শান্ত

সিএসপি ডেস্ক:

ইনজুরি থেকে এখনও সেরে উঠতে না পারেননি তাসকিন। তবে বিশ্বকাপ শুরুর আগেই ফিট হবেন এমন প্রত্যাশায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন কি-না তাসকিন, সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা।

তবে বুধবার (১৫ মে) বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই চোট থেকে পুরোপুরি ফিট হয়ে যাব্নে টাইগার পেসার।

রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপের বিমানে চড়ার আগে বুধবার দুপুরে শেরে বাংলায় ফটোসেশন সেরে নিয়েছেন টাইগাররা। এরপর সংবাদ সম্মেলনে এসে তাসকিনকে নিয়ে সুখবর জানান শান্ত।

শান্ত বলেন, তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাক আপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।।

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তাসকিন। প্রথমে মনে করা হয়েছিল, শেষ ম্যাচে বিশ্রামে পাঠানো হয়েছে তাসকিনকে। পরে জানা যায়, পাঁজরের ইনজুরিতে পড়েছেন ডানহাতি টাইগার পেসার।

বিশ্বের আগে তাসকিনের ইনজুরি দুশ্চিন্তায় ফেলে দেয় নির্বাচক কমিটিকে। পেস সেনসেশনকে দলে রাখতে একদিন দেরি করে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ