Logo
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

পদত্যাগপত্র অনুমোদন, দুদক চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

সি.এস.পি ডেস্ক: জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোহাম্মদ আবদুল মোমেনের পদত্যাগপত্র অনুমোদনের পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের হওয়া চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন। আজই তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ ডিসেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ