সিএসপি ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে সময় নিয়েও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ে দুদকে হাজির হননি।
সোমবার (২৪ জুন) সকাল ১০টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল তাদের।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা বলেন, আজ জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরকে তলব করা হলেও তারা এখন পর্যন্ত আসেননি।
গত মে মাসের শুরুতেই বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
এরআগে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গত ৬ ও ৯ জুন দুদকে হাজির হননি। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ২৩ ও ২৪ জুন হাজিরার দিন নির্ধারণ করে। রোববার (২৩ জুন) বেনজীর আহমেদেরও হাজিরার দিন ছিল। কিন্তু তিনি না এসে ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠান। সে চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চান। যদিও বেনজীরের সে আবেদন নাকচ করে দেয়া হয়েছে বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয় গত মার্চে। এরপরই বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে গত ১৮ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে বেনজীর, তার স্ত্রী ও দুই কন্যার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেয়া হয়।
সিএসপি/বিআরসি