Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

সিএসপি ডেস্ক:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার  জন্য বাংলাদেশের বিখ্যাত সুস্বাদু হাড়িভাঙ্গা আম, পদ্মার ইলিশ এবং রসগোল্লা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুন) আগরতলা-আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে  উপহারগুলো ত্রিপুরায় পাঠানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো এই উপহারগুলো গ্রহণ করতে আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার এবং দূতাবাস প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত ছিলেন উভয় দেশের শিল্প দপ্তরের কর্মকর্তা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বিজিবিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী সীমান্তের বাংলাদেশ অংশে রাখা গাড়ি থেকে ত্রিপুরার অংশে রাখা গাড়িতে তোলা হয়।

সহকারী হাইকমিশনার রেজাউল হক চৌধুরী, সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ৪০ কার্টনে মোট ৪শত কেজি হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এই উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, এই দিনটি অত্যন্ত আনন্দের। কারণ প্রধানমন্ত্রীর তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উপহার পাঠানো হয়েছে। ১৯৭১ সালের আগে থেকে ত্রিপুরাবাসীর সঙ্গে বাংলাদেশের মানুষের আন্তরিক সম্পর্ক রয়েছে। এই উপহার বিনিময়ের মাধ্যমে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন আনারস’উপহার পাঠিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।

সিএসপি/বিআরসি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ