সিএসপি ডেস্ক:
উদয়ন ট্রেনের ধর্ষণের ঘটনায় মো. আবদুর রব রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে চারটার দিকে তাকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে বুধবার রেলওয়ে থানায় তিনজন এবং বৃহস্পতিবার ভোরে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে আবদুর রব রাসেল নামের পলাতক সেই আসামিকেও গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় এসএ করপোরেশনের সঙ্গে সবধরণের কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ধর্ষক চারজনই রেলওয়েতে কাজ করা এসএ করপোরেশনে কর্মরত।
সিএসপি/বিআরসি