সিএসপি ডেস্ক:
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার (২৪ মার্চ) বিকাল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকাল ৪টা ৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চারটি ইউনিট পথে রয়েছে। যানজটের কারণে ইউনিটগুলোর যেতে বিলম্ব হচ্ছে।
তিনি আরও বলেন- খবর পেয়ে বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নেভাতে কড়াইল বস্তির উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে ৬টি ইউনিট স্পটে পৌঁছে কাজ করছে।
সিএসপি/বিআরসি