Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন শুরু ১১ মার্চ

সিএসপি ডেস্কঃ

‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’এ প্রতিপাদ্যে আগামী ১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। দেশের ২০টি জেলায় পালিত হবে এই কর্মসূচি। চট্টগ্রাম বিভাগের ইশিলসমৃদ্ধ জেলা চাঁদপুরে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

বুধবার (৬ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

তিনি বলেন, এ জন্য সাত দিনব্যাপী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা শহরে ডিজিটাল বিলবোর্ডে প্রচার, রাজধানীর সব আড়ত ও বাজারে জাটকাবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সচেতনতামূলক লিফলেট বিতরণ। ১১ মার্চ চাঁদপুর সদর উপজেলার মোলহেট প্রাঙ্গণে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া ওই অঞ্চলের মেঘনা নদীতে নৌর‌্যালি করা হবে।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা নদীর দুই পাড়ের জেলা ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন সেখানে ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টনে।

জাটকা রক্ষায় দেশব্যাপী নিয়মিত অভিযান এ বছরের ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ