সিএসপি ডেস্ক:
বাংলাদেশ থেকে মিষ্টি আম নিতে চীন খুবই আগ্রহী বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
কৃষিমন্ত্রী বলেন, চীন থেকে ডিসকাউন্ট মূল্যে কৃষি যন্ত্রপাতি আমদানি আরও বাড়ানো হবে। চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বাড়াবে। আমরা চীন থেকে অনেক যন্ত্রপাতি আনছি, সেটা আরও বাড়াবো।
তারা কি শুধু আমই নেবেন এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমের কথা বলেছি এ জন্য যে এটা সব দেশের মানুষেরই ভালো লাগে। তারা আমাদের উন্নয়ন অংশীদার। তারা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে। ফ্লাইওভার করছে। তারা অনেক কাজ করছে এ দেশে।
কী ধরনের যন্ত্রপাতি আমদানি করবেন চীন থেকে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হারভেস্টার চাই, পাওয়ার টিলার চাই, উৎপাদন বাড়াতে যেগুলো প্রয়োজন, সেটা আমরা আমদানি করবো ডিসকাউন্ট প্রাইসে।
সিএসপি/বিআরসি