সিএসপি ডেস্ক:
চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার।
এমপি আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান এই সংসদ সদস্য। এরপর দুদিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ১৪ মে থেকে তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ রয়েছে। তিনি কোথায় আছেন, কীভাবে আছেন—সেটা জানতে না পেরে পরিবার ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন।
ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।
এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, গত কয়েকদিন ধরে বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই। এজন্য আমরা দুশ্চিন্তায় আছি। আমরা সব উপায়ে যোগাযোগের চেষ্টা করছি।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন, আমি এ বিষয়ে কিছুই শুনিনি। তবে যদি ঘটনা সত্য হয়, তা খুবই উদ্বেগের ও দুঃখজনক ব্যাপার। দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, বিষয়টি তার (এমপি) পরিবার আজকেই আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
এদিকে, ভারতে গিয়ে এমপি আনারের গত ৬ দিন ধরে কোনও যোগাযোগ না থাকায় বিষয়টি নিয়ে তার আসনের জনগণের মধ্যে নানারকম গুঞ্জন চলছে। ফেসবুকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।
উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সিএসপি/বিআরসি