খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারাতে শান্তি পরিবহন নামের একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় উপজেলার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুইমারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলী সিএসপি নিউজকে বলেন, শান্তি পরিবহন বাসটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। গুইমারা উপজেলার হাতিমুড়ার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আমিন জানান, দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। ১৫-২০ জনের মতো যাত্রীকে চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সিএসপি/বিআরসি