বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় চোরাইকৃত ৩টি সিএনজি উদ্ধার,আটক ১ কলাউজান আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন পদুয়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পুজামন্ডপে পাহারায় থাকবেঃ নাজমুল মোস্তফা আমিন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লোহাগাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা সংগ্রাম করেছেন,চ্যালেঞ্জ করে ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করতে পেরেছেনঃ সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন লোহাগাড়ার সন্তান ডাঃ মাহমুুদুর রহমান লোহাগাড়ায় ১৮দিন ব্যাপী ১৮হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন

কোরবানির পরদিন সূর্যোদয়ের আগে বর্জ্য অপসারণ করতে হবে: মন্ত্রী

সিএসপি ডেস্ক:

আসন্ন কোরবানির পরদিন সূর্যোদয়ের আগে পশুর বর্জ্য অপসারণ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

একইসঙ্গে সম্ভব হলে বর্জ্য রাতের মধ্যে শেষ করতে হবে। এরপর যেন কোথাও কোনও রকমের বর্জ্য না দেখি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নিদিষ্ট স্থানে পশু কোরবানির বাস্তবায়ন করা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভা শেষে তিনি কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঈদের দিন সকাল ৮টা থেকে কোরবানি শুরু হবে। এরপরদিন অর্থাৎ তাদের আগে ২৪ ঘণ্টা সময় দেয়া হলেও এবার নির্দিষ্ট করে দিয়েছি সূর্যোদয়ের আগে বর্জ্য অপসারণ করতে হবে। এরপরে যেন কোথাও কোনও রকম বর্জ্য না দেখি। এরপর যদি কোনও বর্জ্য থেকেও যায় সেটা পরিবেশ দূষণ করবে। আমি মনে করি দুই সিটি করপোরেশন সফলতার পরিচয় দেবে। এরপরেও যদি কোনও কোরবানি করে থাকে সেটাও অপসারণ করতে হবে। কেননা ঈদের পর কয়েক দিন পশু কোরবানি হয়ে থাকে। সেজন্য পররের কয়েকদিন একটু বেশি নজর দিতে হবে।

তিনি বলেন, আমি জানি আপনারা তার আগে করে ফেলবেন। তারপরও সূর্যোদয়ের পরে কোথাও যেন বর্জ্য পরিলক্ষিত না হয়। ঢাকা শহরে ২৫ লাখ পশু কোরবানি হবে। এত বড় একটা কর্মযজ্ঞে কোথাও যদি একটু সময়ক্ষেপণ হয় সেটা মেনে নেয়া যায়। এর বেশি হলে সহ্য করা যায় না। ঈদের কয়েকদিন আন্তরিকতার সঙ্গে যারা কাজ করে তাদের এ একটু আধটু ত্রুটি মেনে নেয়া যায়৷ অতীতেও প্রতিকূলতা ছিল তারমধ্যেই কাজ করেছেন। সারা পৃথিবীতেই এটা হয়ে থাকে।

এবছরও কি দুই সিটি কর্পোরেশন পশু কোরবানির জন্য নিদিষ্ট স্থান নির্বাচন করে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অতীতে তারা সামাজিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে করেছে। বিশেষ করে কোভিডের সময়ে করা হয়ছিল। এবার কিছু কিছু এলাকায় সামাজিকভাবে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করবে। একইসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে। কাউন্সিলরা সমাজের লোকজনদের সঙ্গে আলোচনা করে সেই ব্যবস্থা করবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তমর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ