নিজস্ব প্রতিবেদক:
নগরে কোতোয়ালীতে অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ মে ) নগরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নারী ও শিশু মামলা নং ৬৪৫/১৮, কোতোয়ালি থানার মামলা নং ১০(১২)১৭ এর জিআর পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তার আবু প্রকাশ কানা আবুকে হাজারী গলি মসজিদ গলি এলাকা থেকে, দুলাল দাশকে লালদীঘির পূর্বপাড় এলাকা থেকে এবং জাহিদুল আলম প্রকাশ জাহেদকে ঘাটফরহাদবেগ লাকি ম্যানশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা
(ওসি) ওবায়েদুল হক সিএসপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন জায়গা থেকে তাদের করা হয়। গ্রেপ্তাকৃতদের আদালতে প্রেরণ করা হচ্ছে।
সিএসপি/বিআরসি