Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

কাদের, কামাল, রেড নোটিশ, জারি, আবেদন

পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রেড নোটিশ জারির বিষয়ে আবেদনের এ তথ্য জানান তিনি। তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ এ আরাফাত, ফজলে নুর তাপসসহ ১০ জন।

চিফ প্রসিকিউটর বলেন, সকল পুলিশ সদস্যের বিচার করা সম্ভব না। জুলাই আন্দোলনে হত্যার সাথে সরাসরি যুক্ত ও নির্দেশ দাতাদের বিচার নিশ্চিত করা হবে।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। ২৫ হাজারের মতো ছাত্র-জনতা আহত হয়েছেন। সব ঘটনার জলজ্যান্ত প্রমাণ রয়েছে। ট্রাইব্যুনালে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ