বোয়ালখালী প্রতিনিধি:
কর্ণফুলী নদীর হামিদচর এলাকা থেকে মো. লোকমান উদ্দীন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানা ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে সোমবার (১৭ জুন) রাতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লোকমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ড সৈয়দ মাঝি বাড়ির মো. আবুল কালামের ছেলে।
জানা যায়, নিহত লোকমান দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। বড় ভাই প্রবাসী। তবে লোকমানের বাবা আরেকটি বিয়ে করায় তার মা তাদেরকে নিয়ে কধুরখীল ইমামনগর নাজির দিঘীরপাড় এলাকায় বাবার বাড়িতে চলে আসে।
এ ঘটনায় নিহত লোকমানের মামা মো. দিদারুল আলম বাদী হয়ে মঙ্গলবার ( ১৮ জুন ) চান্দগাঁও থানায় অজ্ঞাত মামলা দায়ের করেছেন।
তার মামা দিদারুল আলম সিএসপি নিউজকে বলেন, সে চাক্তাইয়ে চালের দোকানে সেলসম্যান ছিল। কাজের সুবিধার্থে লোকমান সেখানে একটি ব্যাচেলর ভাড়া বাসায় থাকত। গত ২৫ দিন আগে সে সবার অগোচরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের বাড়ি কক্সবাজার হলেও তারা নগরের রাস্তার মাথা এলাকার গোলাপের দোকান নামক স্থানে বসবাস করেন।
আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে তার বিয়ের খবরটা জানতে পেরেছি। গত (১২ জুন) বুধবার বিকেল থেকে তাকে ফোন করেও পাওয়া যায়নি। কিন্তু কোরবানের দিন রাতে কর্ণফুলী নদী থেকে সদরঘাট নৌ-পুলিশ তার লাশ উদ্ধার করে আমাদের খবর দেয়।
পরে আমরা গিয়ে নিশ্চিত করি যে এটা আমাদের ভাগিনা। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার রাতে নানার বাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তবে কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে ঠিক বুঝতে পারছি না।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক পরিমল বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সিএসপি/বিআরসি