Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপি, এনসিপি ও সিপিবি

বিএনপি, এনসিপি, সিপিবি

জাতীয় ডেস্ক : সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে।

রোববার (২৩ মার্চ) আলোচনায় প্রথমে তাদের সঙ্গে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজই মতামত দেয়ার কথা রয়েছে বিএনপি ও এনিসিপির।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক শুরু হয়। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্ব ছয় সংস্কার কমিশনের প্রধান এ বৈঠকে উপস্থিত আছেন। এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মতামত দেয়। আজ সেই মতামতের ওপরই আলোচনা চলছে।

এছাড়া আজ দুপুরে সংস্কারের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ