সিএসপি ডেস্ক:
দেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল।
বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ভোট পড়েছে।
ভোট কম পড়ার বিষয়ে তিনি বলেন, বর্ষা মৌসুম ও ধান কাটার কারণে হয়তো ভোটার উপস্থিতি কম ছিলো।
সিএসপি/বিআরসি